সমাজ কল্যাণ সংসদ এর পক্ষ থেকে সড়ক দূর্ঘটনায় আহত,একজন অসহায় বয়স্ক লোকের জন্য একটি হুইলচেয়ার উপহার দেওয়া হলো। প্রকল্পের বিস্তারিতঃ- প্রকল্পের নাম- সক্ষম
অর্থ বছর -২০২৪
ব্যয়- ৬৫০০/=(ছয় হাজার পাঁচশত টাকা) ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সংশ্লিষ্ট সকলকে। সেইসাথে সবাই নিজ জায়গা থেকে এগিয়ে আসার অনুরোধ রইলো৷ আমরা চাইলেই এই সমাজের অসহায়দের পাশে দাঁড়াতে পারি৷ ঘুচিয়ে আঁধার ফুটাবো আলো, সমাজটাকে বদলাই চলো….