About

তিনিই ধর্মের প্রকৃত অনুসারী, যিনি মানবতার শিখা জ্বালিয়েছেন।

Volunteers
0
Donations
0
Projects
0
Missions
0

সংগঠন প্রতিষ্ঠার ইতিহাস ও কার্যাবলি।

সমাজ কল্যাণ সংসদ ময়মনসিংহ জেলার একটি অন্যতম অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি ২০১১ সালের ১লা মে তারিখে যাত্রা শুরু করে। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কৃতি সন্তান এবং মানবতার ফেরিওয়ালা আব্দুল আলীম সংগঠনটির প্রতিষ্ঠাতা। ২০১১ সাল থেকেই সংগঠনটির স্বেচ্ছাসেবকগণ মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ৫ টি মূল লক্ষ্য নিয়ে সংগঠনের কার্যক্রম চলমান।যার মধ্যে – ১.নিরক্ষরতা দূরীকরণ। ২.মাদক মুক্ত সমাজ গঠন। ৩.বৃক্ষরোপন অভিযান পরিচালনা। ৪.যৌতুকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি। ৫.আর্ত মানবতার সাহায্যে এগিয়ে আসা। সংগঠনটি ২০১১ সাল থেকেই দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদেরকে আর্থিক সহায়তা,শিক্ষা উপকরণ এবং জীবন গঠনের জন্য সার্বিক দিক নির্দেশনা দিয়ে আসছে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাংলাদেশকে মুক্ত রাখার লক্ষ্যে সমাজ কল্যাণ সংসদ প্রতি বছর স্বেচ্ছাসেবকদের মাধ্যমে শত শত গাছের চারা রোপন করছে। 

SKS Unity

মাদকের ভয়াবহ থাবা থেকে দেশ ও দেশের তরুণদেরকে মুক্ত রাখার লক্ষ্যে মাদকের কুফল সম্পর্কে আলোচনা,প্রচারণা এবং তরুণদেরকে নিয়মিত কাউন্সিলিং করা হচ্ছে। জন্মগত প্রতিবন্ধী এবং দূর্ঘটনায় আহত মানুষদের চলাচলের কষ্ট লাঘবের জন্য সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু হুইলচেয়ার প্রদান করা হয়েছে। এসব কার্যক্রম ছাড়াও দেশের বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সমাজ কল্যাণ সংসদদের তরুণ স্বেচ্ছাসেবকগণ। রমজান মাসগুলোতে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয় নিয়মিত ভাবে। ঈদ সমূহে সকলের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে দরিদ্র মানুষদের মাঝে পৌঁছে দেওয়া হয় ঈদ উপহার। প্রতিবছর শীতকালে প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে সংগঠনের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয় শীতবস্ত্র। দরিদ্র ও অসহায় মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে অনেক মানুষকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বর্তমান সমাজে রক্তদানের প্রয়োজনীতা ব্যাপক,সেই লক্ষ্যে সমাজ কল্যাণ সংসদ বিভিন্ন অঞ্চলে বিনামূল্যে রক্তের নির্ণয় করার মাধ্যমে মানুষদের সচেতন ও রক্তদানে উৎসাহিত করে যাচ্ছে। তাছাড়া সংগঠনের অসংখ্য স্বেচ্ছাসেবক নিয়মিত ভাবে রক্তদান করে যাচ্ছে। সর্বোপরি সমাজ কল্যাণ সংসদ মানুষের মনে জায়গা করে নিয়েছে। সংগঠনটি তরুণ সমাজের আশা, আকাঙ্খা ও আবেগের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। অসহায় মানুষদের মুখে হাসি ফুটাতে এবং সমাজের সকল অসঙ্গতি দূর করে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে-” ঘুচিয়ে আঁধার ফুটাবো আলো, সমাজটাকে বদলাই চলো…. ” এই স্লোগান কে ধারণ করে হাজারো তরুণের পরিশ্রমে এগিয়ে যাচ্ছে সমাজ কল্যাণ সংসদ।

প্রতিষ্ঠাতার সংক্ষিপ্ত জীবনী।

সমাজ কল্যাণ সংসদের প্রতিষ্ঠাতা আব্দুল আলীম, ১২ ই মার্চ ১৯৯৭ সালে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলাধীন শৈলচাপড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। আব্দুল আলীম স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে ২০০৬ সালে ৫ম শ্রেণী পাস করেন। প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে পার্শ্ববর্তী ঝনকা বাজার উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা শুরু করেন। তিনি ঝনকা বাজার উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ২০১১ সালের ১লা মে সমাজ কল্যাণ সংসদ প্রতিষ্ঠা করেন। তিনি ঝনকা বাজার উচ্চ বিদ্যালয় থেকে ২০১২ সালে বিজ্ঞান বিভাগ থেকে জি.পি.এ-৫ পেয়ে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন। পরবর্তীতে উপজেলার মুক্তাগাছা মহাবিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পড়াশোনা শুরু করেন এবং ২০১৪ সালে বিজ্ঞান বিভাগ থেকে জি.পি.এ-৫ পেয়ে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করেন। তিনি ২০১৫ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন এবং মৌলিক প্রশিক্ষণ শেষে বিভিন্ন ঘাঁটি এবং ইউনিটে দায়িত্ব পালন করেন। চাকুরীর পাশাপাশি অদম্য এই স্বেচ্ছাসেবক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ডিগ্রী সম্পন্ন করেন। চাকুরী এবং সাংসারিক যাবতীয় কাজের পরও মানুষের জন্য নিজের শ্রম ও মেধার মাধ্যমে তিনি স্বেচ্ছাসেবী জগতের একজন জীবন্ত কিংবদন্তী হিসাবে স্থান করে নিয়েছেন। ব্যক্তিগত জীবনের শত ব্যস্ততার পরও তিনি মা,মাটি ও মানুষের জন্য তার কার্যক্রম অব্যাহত রেখেছেন। তিনি দেশ ও দেশের মানুষের পাশে থেকে, আজীবন মানবতার কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন….

Become a volunteer

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য!! সদস্য হোন,মানবসেবায় এগিয়ে আসুন.....