সমাজ কল্যাণ সংসদের পক্ষ থেকে একজন অসহায় প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান

সমাজ কল্যাণ সংসদ এর পক্ষ থেকে সড়ক দূর্ঘটনায় আহত,একজন অসহায় বয়স্ক লোকের জন্য একটি হুইলচেয়ার উপহার দেওয়া হলো। প্রকল্পের বিস্তারিতঃ- ➡️প্রকল্পের নাম- সক্ষম ➡️অর্থ বছর -২০২৪ ➡️ব্যয়- ৬৫০০/=(ছয় হাজার পাঁচশত টাকা) ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সংশ্লিষ্ট সকলকে। সেইসাথে সবাই নিজ জায়গা থেকে এগিয়ে আসার অনুরোধ রইলো৷ আমরা চাইলেই এই সমাজের অসহায়দের পাশে দাঁড়াতে পারি৷ ঘুচিয়ে আঁধার ফুটাবো আলো, সমাজটাকে বদলাই চলো….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *